Passport Shipped মানে কি?

আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এটি পাসপোর্ট আবেদনের শেষ ধাপের আগের একটি ধাপ।

Passport Shipped বলতে কি বুঝায়?

Passport Shipped বলতে বুঝায়, আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এটি পাসপোর্ট আবেদনের শেষ ধাপের আগের একটি ধাপ।

Check application statusPassport Shipped

ePassport Shipped

Dear XXXXX XXXXX, Your e-passport has been printed and is now on the way to the local passport office.

 

Passport Shipped বলতে কি বুঝায়?
Passport Shipped বলতে কি বুঝায়?

এই ধাপে কি কাজ করা হয়?

পাসপোর্ট প্রিন্ট হওয়ার পর, এই ধাপে পাসপোর্টটি ডাক বিভাগের মাধ্যমে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয়। আপনার পাসপোর্টটি যখন আঞ্চলিক অফিসে স্ক্যান করে গ্রহণ করা হয়, তখন Passport Received স্ট্যাটাস দেখতে পাওয়া যায়।

তার মানে হচ্ছে আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে বর্তমানে আপনার লোকাল পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, যখন স্ট্যাটাস চেঞ্জ হয়ে ready for Issuance দেখাবে তখন গিয়ে নিয়ে আসবেন।

যার পাসপোর্ট যেই অফিস থেকে করা হয়েছে সেখানে পৌছে দেয়া হয়। এটাকেই উনারা Passport Shipped বলে থাকেন। অর্থাৎ পাসপোর্ট টি পৌছে দেয়া হয়েছে অফিসে। অতএব, আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্টটি চলে গিয়েছে। এখন অফিস চলে গেলেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

এর মানে আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে আপনার লোকাল পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে। লোকাল পাসপোর্ট অফিস এটা রিসিভ করে এন্ট্রি করে ডেলিভার করে। আপনি দুই-এক দিনের মধ্যে পেয়ে যাবেন। এখন অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত তারিখের আগেই পাসপোর্ট রেডি হয়ে যায়।


আরো দেখুন: পাসপোর্ট স্ট্যাটাস চেক

এই অবস্থা থেকে, যখন আপনার পাসপোর্টটি ডেলিভারির জন্য প্রস্তুত হয়। তখন, স্ট্যাটাস চেঞ্জ হয়ে Passport Ready for Issuance দেখাবে। এরপরে, আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আপনার কাছে একটি SMS / E-mail পাঠানো হবে। SMS/E-mail আসতে আপনাকে কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। এই সময়টুকু, সরকারী ছুটির দিন বাদে ২-৭ কর্মদিবসের মধ্যে হতে পারে। এরপরে আপনি আপনার পাসপোর্টটি তুলে আনতে পারবেন।

ই পাসপোর্টের Status Shipped মানে কি? কত দিন পর পাব?  Status Shipped When can I Receive e passport
Passport Shipped বলতে কি বুঝায়?

আপনার ই-পাসপোর্টের স্ট্যাটাস Passport Shipped হলে বুঝবেন যে, এটি লোকাল পাসপোর্ট অফিসের উদ্দেশ্য পাঠানো হয়েছে। ২/৩দিন পর এটি Received Status হবে। মানে আপনার লোকাল পাসপোর্ট অফিস ই-পাসপোর্টটি গ্রহণ করেছে। এরপরে, Passport Ready for Issuance স্ট্যাটাস দেখালে আপনি আপনার ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্টটি গ্রহণ করতে পারেন।


সম্পর্কিত প্রশ্নাবলী

Passport Shipped মানে কি?

সোজা ভাষায়, Passport Shipped এর মানে হলো, পাসপোর্ট পাঠানো হয়েছে। অর্থাৎ, আপনার পাসপোর্টটি ঢাকা থেকে প্রিন্ট হয়ে আপনার আঞ্চলিক অফিসে ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়েছে। এর মানে হলো আপনার পাসপোর্টটি সকল ধাপ অতিক্রম করে ফেলেছে। আঞ্চলিক পাসপোর্ট অফিসেও পাঠানো হয়েছে। শুধু আপনি কিছুদিন পর তুলতে পারবেন।

Shipped হওয়ার কতদিন পর পাসপোর্ট পাবো?

সাধারণত, এই Status দেখানোর পর থেকে ২-৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট হাতে পাওয়া যায়। পাসপোর্ট স্ট্যাটাস চেক করার সময় Shipped লেখাটি দেখতে পেলে ২-৫ কর্মদিবসের মধ্যে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। 

অনেকদিন ধরে Passport Shipped দেখাচ্ছে, কী করণীয়?

স্ট্যাটাসটি দেখানোর কয়েকদিন অতিবাহিত হওয়ার পরও এই স্ট্যাটাসটি পরিবর্তন না হওয়ার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। যেমন, 

মূলত এই সকল কারণে পাসপোর্ট ইস্যু হতে কখনো কখনো কিঞ্চিৎ দেরি হতে পারে। এক্ষেত্রে অপেক্ষা করুন সপ্তাহ পর্যন্ত। চিন্তার কোনো কারণ কারণ নেই। পাসপোর্ট প্রিন্টিংয়ে যাওয়া মানেই আপনার আর কোনো চিন্তা নেই।

Passport Shipped এর পরবর্তী ধাপ কি?

এই shipped স্ট্যাটাসটি পরিবর্তিত হয়ে পরের এবং ফাইনাল ধাপে যাবে এবং পেয়ে যাবেন আপনার পাসপোর্টটি। এরপরের ধাপ হলো Passport Ready for Issuance। এই ধাপে আসলে আপনি পাসপোর্ট তুলতে পারবেন।


আশা করি, এই পোস্ট এর মাধ্যমে আপনি পাসপোর্ট শিপড সংক্রান্ত বিষয়টি কি তা বুঝতে পেরেছেন। ই-পাসপোর্ট সংক্রান্ত যেকোনো ধরণের প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন। আপনার পাসপোর্টটি দ্রুত হাতে পেয়ে যান এই কামনা করি। ধন্যবাদ। 

Exit mobile version