আপনি কি জানতে চাচ্ছেন যে, Passport Ready for Issuance এর মানে কি? বা আপনি স্ট্যাটাস চেক করার পর দেখলেন এখন আপনার পাসপোর্টটি Passport Ready for Issuance পর্যায়ে রয়েছে। Passport Ready for Issuance হলো ই-পাসপোর্ট আবেদনের স্ট্যাটাসের সর্বশেষ ধাপ। তাই, চলুন দেখে নেই এখন আপনার কি করণীয়।

চলুন কথা না বাড়িয়ে, Passport Ready for Issuance সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক। এবং এই ধরণের স্ট্যাটাস দেখার পর আপনি কী পদক্ষেপ অনুসরণ করবেন তা নিচে সুন্দর ভাবে বোঝানো হলো।
Dear XXXXX XXXXX, your new e-passport has arrived at the local passport office and is now ready for issuance. Please bring the delivery slip.
Passport Ready for Issuance বলতে কি বুঝায়?
Passport is Ready for Issuance বলতে বুঝায়, আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছে গেছে এবং আপনাকে ইস্যু করে দেয়া হবে। এটিই পাসপোর্ট আবেদনের শেষ ধাপ। এর মানে হচ্ছে, আপনার পাসপোর্ট রেডি হয়ে গেছে এবং আপনি পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
এই ধাপে, আপনাকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নিয়ে যেতে হবে আঞ্চলিক পাসপোর্ট অফিসে। আপনার পুরাতন পাসপোর্ট না থাকলে ডেলিভারি স্লিপ দিয়ে নতুন পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। আর পুরাতন পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সাথে নিয়ে যাবেন। পুরাতন পাসপোর্টে কোনো দেশের ভিসার মেয়াদ থাকলে অবশ্যই তা কাউন্টারে জানাবেন।
এক কথায় বলতে গেলে, পাসপোর্ট স্ট্যাটাস চেক করার সময় আপনি যদি এই স্ট্যাটাসটি দেখতে পান, তাহলে বুঝে নিতে হবে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন আপনি যেকোনো সময় গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
আপনার ফোনে যদি নিম্নলিখিত এসএমএসটি চলে আসে তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে, আপনার পাসপোর্ট ইন্স্যুয়েন্সের জন্য রেডি করা হচ্ছে। তবে, অনেকের ফোনে পাসপোর্ট ইন্সুয়েন্স হওয়ার পরবর্তী সময়ে কোন এসএমএস আসে না। কিংবা এসএমএস আসলে কিছুটা সময় নিতে পারে।
Dear YOUR NAME, Your new passport OID1000000000 is now ready for collection at the Regional Passport office.
সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। আপনি স্ট্যাটাস চেক করে এই স্ট্যাটাস পেলেই আপনি পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। আর আপনি ব্যস্ত থাকলে, একটি অঙ্গীকারনামা বা অথোরাইজেশন লেটারের মাধ্যমে, অন্য কোনো ব্যাক্তি আপনার অনুপস্থিতিতে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট রেডি হয়েছে কিনা কিভাবে বুঝবেন?
আপনার পাসপোর্ট পরিপূর্ণভাবে ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাওয়ার পর আপনাকে SMS বা ইমেইলের মাধ্যমে এই বিষয়টি জানিয়ে দেয়া হবে। যখনই আপনাকে এসএমএস করার মাধ্যমে আপনার পাসপোর্ট ডেলিভারি হয়ে যাওয়ার বিষয়টি পরিপূর্ণভাবে জানিয়ে দেয়া হবে, তারপরই আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট তুলতে পারবেন।
ডেলিভারির জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে সে তারিখে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে চলে যাওয়ার মাধ্যমে আপনি চাইলে আপনার নির্দিষ্ট পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন।
কখন পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন?
আপনাকে SMS বা ইমেইলের মাধ্যমে জানানোর পর, পাসপোর্ট ডেলিভারি পেতে হলে, অফিস চলাকালীন সময়ের মধ্যে যেকোনো দিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই সময়সীমার মধ্যে পাসপোর্ট অফিসে ডেলিভারি স্লিপ নিয়ে উপস্থিত থাকতে হবে। আর পুরাতন পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সাথে নিয়ে যাবেন। পুরাতন পাসপোর্টে কোনো দেশের ভিসার মেয়াদ থাকলে অবশ্যই তা কাউন্টারে জানাবেন।
আরো পড়ুন: ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয়
দীর্ঘ কার্যক্রম এবং একই দিনে পাসপোর্ট নেওয়ার জন্য কয়েক শত কিংবা কয়েক হাজার ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন, এবং একেক জন করে নেয়ার পরে নির্দিষ্ট বিধি-নিষেধ অনুযায়ী আপনি আপনার পাসপোর্ট নিজের কাছে পেতে পারেন।
একজনের পাসপোর্ট আরেকজন তুলতে পারবে কি-না?
যেমন এই স্ট্যাটাসটি দেখুন, “আমার আম্মার passport ready for issuance দেখাছে। এখন আমি delivary Slip টা নিয়ে গেলে কি আনতে পারবো, নাকি আমার আম্মাকেও সাথে নিয়ে জেতে হবে। please কারো জানা থাকলে বলবেন।“
উত্তর হচ্ছে, হ্যাঁ পারবেন। তবে, এর জন্য একটা পাসপোর্ট উত্তোলনের আবেদন প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আর সাথে আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি যুক্ত করবেন।

এক কথায়, একজনের পাসপোর্ট আরেকজন তুলতে হলে তিনটি কাগজ লাগবে। ১। ডেলিভারি স্লিপ, ২। একটি আবেদন পত্র, ৩। যিনি তুলতে যাবেন তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
আশা করছি, আপনি Passport is Ready for Issuance এর মানে বুঝতে পেরেছেন। আপনার পাসপোর্টটি দ্রুত হাতে পেয়ে যান এই কামনা করি। ধন্যবাদ।