Passport

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয়

ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয়: পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছি। স্লিপের কোন ফটোকপি আমার কাছে নাই। আইডি নাম্বার ও মনে নাই। এখন কিভাবে পাসপোর্ট পাব?

আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপের ID নাম্বার মনে আছে? যদি থাকে তাহলে শীঘ্রই আপনি আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন। তারা আপনার ID নাম্বার নিয়ে সত্যতা যাচাই করে আপনাকে আর একটা ডকুমেন্ট বা স্লিপ দিবেন যা আপনার পাসপোর্ট ডেলিভারিতে কাজে লাগবে। তবে এর জন্য আপনাকে জিডি করতে হবে।

আর যদি ID নাম্বার মনে না থাকে তাইলে ও NID card সহ যোগাযোগ করুন। (যদিও আপনার পাসপোর্ট এর যে দিন ডেলিভারি Date দেয়া আছে তার একদিন পূর্বে আপনার মোবাইলে ওই ID নাম্বার সহ একটা sms আসবে।)

পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে করণীয়

ডেলিভারি স্লিপ ছাড়া পাসপোর্ট পাবেন না! প্রথমে থানায় জিডি করুন! এরপর জিডির কাগজপত্র সহ পাসপোর্ট দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন। বিস্তারিত দেখতে পারেন এই ভিডিওতে:

ডেলিভারি স্লিপ হারালে যেসব কাগজ লাগবে

আপনি যদি পাসপোর্টের ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেন। তাহলে, আপনি কিভাবে আমার পাসপোর্ট সংগ্রহ করবেন? এজন্য আপনাকে নিম্নলিখিত কাগজগুলো নিয়ে নির্ধারিত দিনে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে। অর্থাৎ, আপনার স্ট্যাটাস Passport Ready for Issuance দেখালে তখন আপনি এই চারটি কাগজ নিয়ে পাসপোর্ট অফিসে গেলে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

  • ক। প্রিন্ট সারাংশ (অ্যাপয়েন্টমেন্ট কপি)
  • খ। এনআইডি’র কপি
  • গ। আপনার ডেলিভারি স্লিপের ফটোকপি (যদি সম্ভব হয়)
  • ঘ। জিডি কপি

ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে জিডি করবেন কীভাবে? তা জানতে এই পোস্টটি দেখুন: পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারানোর জিডি আবেদন লেখার নিয়ম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index