পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ আসলে, পাসপোর্ট অফিসে গিয়ে ভুল সংশোধন করে পুনরায় তদন্তের জন্য আবেদন করতে হয়। চলুন, পুনরায় পুলিশ ভেরিফিকেশনের জন্য Application করার নমুনা ফরম্যাট দেখে নেই।
পুনরায় তদন্তের জন্য আবেদন
তারিখ: ০১/০১/২০২৪ ইং
বরাবর,
উপ-পরিচালক
আঞ্চলিক পাসপোর্ট অফিস, ………………..…..।
বিষয়: পুনরায় তদন্তের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ………………..…..…………… গত ………/………/………….. তারিখে অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করি। কিন্তু, উক্ত আবেদনপত্রে কিছু ভুল পরিলক্ষিত হওয়ায় আবেদনপত্রটি সংশোধন করা প্রয়োজন। এই মর্মে আমার পাসপোর্ট আবেদনপত্রটি (অনলাইন রেজিস্ট্রেশন নং: OID………………..……….) নিম্নবর্ণিত তথ্যানুযায়ী সংশোধন করে পুনরায় তদন্তের উদ্দেশ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
ভুল তথ্য | সঠিক তথ্য |
………………….. | ………………….. |
………………….. | ………………….. |
………………….. | ………………….. |
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, উল্লেখিত সমস্যার কথা বিবেচনা করে আমার অনলাইনের আবেদনপত্রটি সংশোধন করে পুনরায় তদন্তের জন্য আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
………………………….
নাম: ……………….……………….
ঠিকানা: ……………….……………….
নিচে পুনরায় তদন্তের জন্য আবেদন করার জন্য একটি নমুনা আবেদন পত্র দেওয়া হলো। আপনারা এই ফরম্যাটে আবেদন লিখে প্রিন্ট করে নিবেন।

আপনার পাসপোর্ট আবেদনটি যদি পুলিশ ভেরিফিকেশনের পর Sent for Rework এ যায়। তখন আপনি আপনার পাসপোর্ট অফিসের পরিচালক বরাবর এই দরখাস্ত লিখে পুনরায় তদন্তের জন্য আবেদন করতে পারবেন।
PDF Link: পুনরায় তদন্তের জন্য আবেদন ফরম
পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভ দিলে, এডি স্যারের কাছে দরখাস্ত করে পুনরায় তদন্তের জন্য আবেদন করতে হবে।
পুনরায় তদন্তে পাঠাতে কতদিন সময় লাগবে?
পুনরায় তদন্তের আবেদন করার পর সাধারণত ১ সপ্তাহ ওয়েট করতে হবে। এরপরে পুনরায় পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে ডাকা হতে পারে।