Passport

Sent for Rework বলতে কি বুঝায়?

Sent for Rework এই স্ট্যাটাস মানে কি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো sent for rework স্ট্যাটাসটি সাধারণত খুব হাতে গোনা কয়েকজন লোকের এসে থাকে।

Sent for Rework বলতে কি বুঝায়?

Sent for Rework বলতে কি বুঝায়?

Sent for Rework কি? Sent for Rework আসলে কি করতে হবে?

ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করে যদি দেখেন যে, আপনার Sent for Rework এসেছে তাহলে আপনাকে কি করতে হবে, বা কেন আপনারটা Sent for Rework আসছে সেটা নিচের এই ভিডিওতে একদম A to Z বুঝিয়ে বলা হয়েছে।

Sent for Rework কি? Sent for Rework আসলে কি করতে হবে?

Sent for Rework কি কারনে আসতে পারে?

আমরা যখন পাসপোর্ট আবেদনের জন্য আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট ফরম, ফিঙ্গারপ্রিন্ট, আনুষঙ্গিক কাগজপত্র, আঞ্চলিক অফিসে যে সকল কার্যক্রম আছে সকল কার্যক্রম শেষ হয়ে এবং পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমাদের পাসপোর্টটি যখন ঢাকা আগারগাঁও পিন্ট  হওয়ার জন্য চলে যায় তখন Sent for Rework এই  স্ট্যাটাসটি শো করে থাকে। 

Sent for Rework স্ট্যাটাস শো করার বেশ কয়েকটি কারণ রয়েছে, ধরেন পাসপোর্ট আবেদন ফরম  আপনার যেকোনো ধরনের সিগনেচার, অথবা ছবি,আনুষঙ্গিক কাগজপত্র  মিস রয়েছে যেটা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস স্কিপ করে চলে গেছে।  অথবা তাদের ভুলের অজান্তেই আপনার যে কোন একটা ডকুমেন্ট সার্ভার আপডেট  দিতে ভুলে গেছে। এই কারণে আসতে পারে Sent for Rework এই লেখাটি। 

যখন ঢাকার আগারগাঁও পাসপোর্টটি পিন্ট করার আগে। অনলাইন সার্ভারে আপনার সকল ইনফর্মেশন ডাটাবেজ থেকে চেক করে তখন আপনার কোন ইনফর্মেশন অথবা কোন ডকুমেন্ট তারা চেক করে দেখলো নাই তখন আপনার এই Sent for Rework স্ট্যাটাস  শো করে।

Sent for Rework স্ট্যাটাসটি যখন শো করে তখন আপনার ডকুমেন্টগুলো আবার আপনার আঞ্চলিক অফিসে পাঠিয়ে দেয়।  যখন এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দেয় তারপরে আঞ্চলিক পাসপোর্ট অফিস  জমা হয়ে পড়ে থাকে। অনেক সময় দেখা যায় আপনি সকল ইনফরমেশন ডকুমেন্ট সঠিকভাবে দিয়েছেন কিন্তু ভুল করেছে আঞ্চলিক পাসপোর্ট অফিস কর্মকর্তারা তখন তারা যে ভুলটা হইছে সে ডকুমেন্টগুলো রি সাবমিট করে আবার পাঠিয়ে দে। 

আবার এরকম হতে পারে আপনার ডকুমেন্টগুলো স্টোররুমে  জমা হয়ে থাকে যদি অনেক দিন এই Sent for Rework এই স্ট্যাটাস এসে থাকে তাহলে আপনাকে আপনার যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে। 

Sent for Rework আসলে করনীয় কি?

পাসপোর্ট তথ্য অফিসে গিয়ে আপনার পাসপোর্টে কি সমস্যা হয়েছে সেটা জানতে হবে। তারপর কিভাবে আপনার তথ্যগুলো আবার ঢাকা আগারগাঁও পাঠানো লাগবে সকল বিষয় পাসপোর্ট তথ্য অফিস থেকে আপনাকে বলে দিবে।


Sent for Rework স্ট্যাটাস কি আঞ্চলিক অফিস থেকেই পরিবর্তন করা হয়? নাকি ঢাকা আগারগাঁও অফিস থেকে পরিবর্তন করা হয়? আপনি যে অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন ওই অফিসে গিয়ে এটি স্যারের সাথে রিসিট নিয়ে দেখা করুন। যে অফিসে ফাইল জমা করছেন সেটা থেকে ঠিক করতে পারবেন। যেখানে জমা দিছেন ওই অফিসে গিয়ে এডির সাথে যোগাযোগ করেন অবশ্যই ডেলিভারি স্লিপ নিয়ে যাবেন।

Sent for Rework দিলে কি আবার আবেদন করতে হয়? No, contact AD. nah..kijonne rework e geche oitar khoj niye abr punorai proyojonmoto documents submit kora. রি-ওয়ার্কের দরখাস্ত করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index