৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি কত টাকা

একটি ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট এর ফি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। পাতার সংখ্যা এবং ডেলিভারী সময়ের উপর নির্ভর করে ফি পরিবর্তন হতে পারে। সাধারণ আবেদনে পাতার সংখ্যা ৪৮ এবং ৬৪ এবং ডেলিভারী সময় অনুযায়ী ফি নিম্নরূপ হতে পারে:
আপনি যদি ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট আবেদন করতে চান, সেক্ষেত্রে পাঁচ বছর মেয়াদের জন্য পাসপোর্ট করার ক্ষেত্রে ই-পাসপোর্ট ফি কত টাকা হতে পারে কিংবা ৫ বছর মেয়াদের ই-পাসপোর্ট করতে খরচ কত হবে সে সংক্রান্ত তথ্য জেনে নিতে পারেন।
- নিয়মিত বিতরণ: বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ১৫ কর্মদিবস / ২১ দিনের মধ্যে।
- জরুরী বিতরণ: বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ৭ কর্মদিবস / ১০ দিনের মধ্যে।
- অতীব জরুরী বিতরণ: বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ২ কর্মদিবসের মধ্যে।
৫ বছর মেয়াদী পাসপোর্ট ফি’র বিবরণ
একটি ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট পাওয়ার জন্য ফি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। পাতার সংখ্যা এবং ডেলিভারী সময়ের উপর নির্ভর করে ফি পরিবর্তন হতে পারে। সাধারণ আবেদনে পাতার সংখ্যা ৪৮ এবং ৬৪ এবং ডেলিভারী সময় অনুযায়ী ৫ বছরের পাসপোর্ট ফি নিম্নরূপ হতে পারে:
ক্যাটাগরি | পৃষ্ঠা | মেয়াদ | ফি (টাকা) | সময়সীমা |
---|---|---|---|---|
৪৮ পৃষ্ঠার নিয়মিত | ৪৮ | ৫ বছর | ৪,০২৫ | ১৫ কর্মদিবস |
৪৮ পৃষ্ঠার জরুরী | ৪৮ | ৫ বছর | ৬,৩২৫ | ৭ কর্মদিবস |
৪৮ পৃষ্ঠার অতি জরুরী | ৪৮ | ৫ বছর | ৮,৬২৫ | ২ কর্মদিবস |
৬৪ পৃষ্ঠার নিয়মিত | ৬৪ | ৫ বছর | ৬,৩২৫ | ১৫ কর্মদিবস |
৬৪ পৃষ্ঠার জরুরী | ৬৪ | ৫ বছর | ৮,৩২৫ | ৭ কর্মদিবস |
৬৪ পৃষ্ঠার অতি জরুরী | ৬৪ | ৫ বছর | ১২,০৭৫ | ২ কর্মদিবস |
বাংলাদেশি আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ (২১ কর্মদিবস) ফি ৪ হাজার ২৫ টাকা, জরুরি (১০ কর্মদিবস) ফি ৬ হাজার ৩২৫ টাকা ও অতীব জরুরি (২ কর্মদিবস) ফি ৮ হাজার ৬২৫ টাকা।
৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের জন্য সাধারণ ফি ৬ হাজার ৩২৫ টাকা, জরুরি ফি ৮ হাজার ৬২৫ টাকা ও অতীব জরুরি ফি ১২ হাজার ৭৫ টাকা।
৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট ফি (৪৮ পৃষ্ঠা)
পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট ৪৮ পৃষ্ঠার জন্য তৈরি করার জন্য পাসপোর্ট তৈরি করতে যত টাকা খরচ হবে সেই সংক্রান্ত তথ্য নিচে থেকে জেনে নিতে পারেন।
- নিয়মিত পাসপোর্ট: ১৫ কর্মদিবসের মাঝে প্রদান করা হবে।পাসপোর্ট ফি হলো: ৪,০২৫ টাকা।
- জরুরী পাসপোর্ট: ৭ কর্মদিবসের মাঝে প্রদান করা হবে। ফি পরিমান: ৬,৩২৫ টাকা।
- অতি জরুরী পাসপোর্ট: ২ কর্মদিবসের মাঝে প্রদান করা হবে। মোট ফি পরিমান: ৮,৬২৫ টাকা।
৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট
ক্যাটাগরি | সময়সীমা | ফি (টাকা) |
---|---|---|
নিয়মিত পাসপোর্ট | ১৫ কর্মদিবসের মধ্যে | ৪,০২৫ |
জরুরী পাসপোর্ট | ৭ কর্মদিবসের মধ্যে | ৬,৩২৫ |
অতি জরুরী পাসপোর্ট | ২ কর্মদিবসের মধ্যে | ৮,৬২৫ |
উপরে যে টাকার পরিমাণ দেয়া হয়েছে সেটি হল পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট ৪৮ পৃষ্ঠার তৈরি করার জন্য আপনাকে সর্বমোট যত টাকা খরচ করতে হবে তার একটি হিসাব।
৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট ফি (৬৪ পৃষ্ঠা)
ঠিক একইরকম ভাবে আপনি যদি ৫ বছর মেয়াদ সম্বলিত ৬৪ পাতার পাসপোর্ট ফি সংক্রান্ত তথ্য জেনে নিতে চান তাহলে সেই সংক্রান্ত তথ্য নিচে থেকে জেনে নিতে পারেন।
- নিয়মিত পাসপোর্ট– ১৫ কর্মদিবসের মাঝে প্রদান করা হবে। ফি পরিমান: ৬,৩২৫ টাকা
- জরুরী পাসপোর্ট– ৭ কর্মদিবসের মাঝে প্রদান করা হবে। মোট ফি পরিমান: ৮,৩২৫ টাকা
- অতি জরুরী পাসপোর্ট– ২ কর্মদিবসের মাঝে প্রদান। ফি: ১২,০৭৫ টাকা
৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট
ক্যাটাগরি | সময়সীমা | ফি (টাকা) |
---|---|---|
নিয়মিত পাসপোর্ট | ১৫ কর্মদিবসের মধ্যে | ৬,৩২৫ |
জরুরী পাসপোর্ট | ৭ কর্মদিবসের মধ্যে | ৮,৩২৫ |
অতি জরুরী পাসপোর্ট | ২ কর্মদিবসের মধ্যে | ১২,০৭৫ |
উপরে যে তথ্যটি তুলে ধরা হয়েছে সেটি হল, পাঁচ বছর মেয়াদের ৬৪ পাতার পাসপোর্ট তৈরি করতে যত টাকা খরচ করতে হবে সে সংক্রান্ত একটি তথ্য৷
বিদেশস্থ বাংলাদেশ মিশনে পাসপোর্ট আবেদনের জন্য ফি তালিকা
বাংলাদেশ মিশনে বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট আবেদনের ফি প্রদানের বিষয়ে বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো:
সাধারণ আবেদনকারীর জন্য
৪৮ পৃষ্ঠা পাসপোর্ট
- নিয়মিত বিতরণ: ১০০ মার্কিন ডলার
- জরুরী বিতরণ: ১৫০ মার্কিন ডলার
৬৪ পৃষ্ঠা পাসপোর্ট
- নিয়মিত বিতরণ: ১৫০ মার্কিন ডলার
- জরুরী বিতরণ: ২০০ মার্কিন ডলার
শ্রমিক ও ছাত্রদের জন্য
৪৮ পৃষ্ঠা পাসপোর্ট
- নিয়মিত বিতরণ: ৩০ মার্কিন ডলার
- জরুরী বিতরণ: ৪৫ মার্কিন ডলার
৬৪ পৃষ্ঠা পাসপোর্ট
- নিয়মিত বিতরণ: ১৫০ মার্কিন ডলার
- জরুরী বিতরণ: ২০০ মার্কিন ডলার
আশা করছি পাঁচ বছর মেয়াদের ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে তা আপনি জানতে পেরেছেন। উপরে উল্লেখিত ফি তথ্য পরিবর্তন হতে পারে, তাই সর্বশেষ তথ্যের জন্য বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের অথবা ই-পাসপোর্ট পোর্টালে ভিজিট করা উচিত।