Passport

পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় (২০২৪)

আপনার কি পাসপোর্ট হারিয়ে গেছে কিংবা চুরি হয়েছে? কিভাবে আবার নতুন পাসপোর্ট হাতে পাবেন, সে বিষয়ে কি আপনি চিন্তিত? চলুন এই পোস্টটি দেখে নিন। আপনি দেশে-বিদেশে যেখানেই আপনার মূল্যবান পাসপোর্ট হারিয়ে ফেলেন না কেনো! এই পোস্টটিতে, পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। এরপরে, আবার পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে। তখন, হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন করতে হবে।

অনেক সময় খেয়ালিপনার জন্য কিংবা ভুলক্রমে পাসপোর্ট হারিয়ে যায়। মূল্যবান এই পাসপোর্ট দেশে কিংবা দেশের বাহিরে যেখানেই হারায়ে যাক অথবা খোয়া যাক না কেনো বেশ বিপাকে পড়তে হয়, ভোগান্তি পোহাতে হয়। পাসপোর্ট হারিয়ে গেলে পাসপোর্টধারী পাগলের মতো পাসপোর্ট পুনরুদ্ধারের চেষ্টা করতে থাকে। পাসপোর্ট পুনরুদ্ধারের ক্ষেত্রে দেশে ও দেশের বাহিরের প্রসেসে ভিন্নতা রয়েছে। এ পর্যায়ে আপনাদের পাসপোর্ট দেশে হারিয়ে গেলে করণীয় ও বিদেশে হারিয়ে গেলে করণীয় সম্পর্কে অবগত করবো।

দেশে পাসপোর্ট হারিয়ে গেলে:
১. জিডি করুন: দেশে পাসপোর্ট হারিয়ে বা চুরি হলে গেলে প্রথমেই স্থানীয় থানায় অভিযোগ জানাতে হবে।
২. পাসপোর্ট রি-ইস্যু: পাসপোর্ট পোর্টালে পুনরায় রি-ইস্যু আবেদন করতে হবে। এবং ID Documents এর জায়গায় প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। (Select re-issue reason হিসেবে Lost/Stolen বাছাই করবেন।)
৩. পাসপোর্ট অফিসে গমন: জিডির কপি ও পাসপোর্ট করার সকল কাগজ নিয়ে, আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে এবং অ্যাপয়ন্টমেন্ট নিতে হবে।
৪. পাসপোর্ট লস্ট সার্কুলার সার্টিফিকেট: পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট লস্ট সার্কুলার সার্টিফিকেট সংগ্রহ করুন।

বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে:
১. জিডি করুন: বিদেশে পাসপোর্ট হারিয়ে বা চুরি হলে গেলে প্রথমেই নিকটস্থ থানায় অভিযোগ জানাতে হবে।
২. দূতাবাসে যোগাযোগ করুন: জিডি করার পর দূতাবাসে পাসপোর্ট হারিয়ে যাওয়া বা চুরির বিষয়ে জানাতে হবে। জিডির কপি ও পাসপোর্টের তথ্য দূতাবাস জমা দিবেন। তারা আপনাকে পাসপোর্ট রি-ইস্যু করার আবেদন করে তা জমা রেখে দিবে। (এবার আপনি পাসপোর্ট ছাড়াই দেশে আসতে চাইলে, দূতাবাস সে অনুযায়ী ব্যবস্থা করে দিতে পারবে।)
৩. ট্রাভেল পাস নিন: আর আপনি যদি ঐ দেশে অবস্থান করতে চান। তাহলে দূতাবাস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। এটা সংগ্রহ করলে, আপনাকে রাস্তায় পুলিশ ধরলে, আপনি জিডির কপি ও ট্রাভেল পাস দেখালে তারা আর সমস্যা করবে না।
৪. পাসপোর্ট লস্ট সার্কুলার সার্টিফিকেট: দূতাবাস থেকে পাসপোর্ট লস্ট সার্কুলার সার্টিফিকেট সংগ্রহ করুন।

পাসপোর্ট অফিসে কিংবা দূতাবাসে আপনার অভিযোগের কপি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের পরই তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হবে। সেখানে আবেদন গৃহীত হলে, পাসপোর্ট রি-ইস্যু করা হবে।


পাসপোর্ট হারালে জিডি করুন

পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করার জন্য প্রথমে নিকটস্থ থানায় একটি লিখিত আবেদন করতে হবে। পাসপোর্ট হারানোর জিডিতে অবশ্যই পাসপোর্ট ধারীর নাম, পাসপোর্ট নাম্বার, ইস্যুর তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ ইস্যুর স্থান উল্লেখ করতে হবে।

পাসপোর্ট হারালে জিডি করার নিয়ম

পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমেই যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত সেটি হচ্ছে যেই থানার আওতাধীন আপনার পাসপোর্টটি হারিয়েছে সেই থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি আবেদন করা। পাসপোর্ট হারিয়ে যাওয়া সম্পর্কে সুন্দরভাবে একটি ডায়েরি লিখিয়ে দুটি কপি করে নিতে হবে।

জিডির উভয় কপিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিডি নাম্বার, পুলিশ কর্মকর্তার নাম, স্বাক্ষর ও পদবী উল্লেখ সহকারে থানার সিল সংযোজন করে দিবে। দুটি জিডি কপির মধ্য থেকে একটি কপি থানায় জমা রাখবে এবং অন্যটি আপনি নিজের কাছে রেখে দিবেন। পরবর্তীতে পাসপোর্ট রি-ইস্যু সহ বিভিন্ন কাজে এই জিডির কপি প্রয়োজন হতে পারে।

পাসপোর্ট হারানো জিডি লিখার নিয়ম

আমরা সাধারণত কোন দরখাস্ত যে নিয়মে  লিখি, থানায় সাধারণ ডায়েরি লিখার নিয়ম ঠিক সেরকমই। আবেদনটির প্রথমেই তারিখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ স্টেশনের নাম। বিষয়ের স্থলে পাসপোর্ট হারানোর বিষয়ে সাধারণ ডায়েরী করার আবেদন এরকম ভাবে লিখতে হবে।

পাসপোর্ট হারানো জিডি লিখার নিয়ম

বিষয়টি আরো সহজ করার জন্য পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিডি লেখার আবেদনপত্রটির একটি নমুনা দেওয়া হল, আপনার পাসপোর্ট অনুসারে কিছু তথ্য সংযোজন এবং পরিবর্তন করার মাধ্যমে খুব সহজে একটি সাধারণ ডায়েরি আবেদন করতে পারবেন।

পাসপোর্ট হারানোর জিডির নমুনা

পাসপোর্ট হারিয়ে গেলে থানায় GD আবেদনটি যেরূপ হবে তার একটি নমুনা নিচে দেওয়া হল।


তারিখঃ
ভারপ্রাপ্ত কর্মকর্তা
পুলিশ স্টেশনের নাম
উপজেলা, জেলা

বিষয়:পাসপোর্ট হারানোর বিষয়ে সাধারণ ডায়েরী করার আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি (আপনার নাম), পিতার নাম:  (আপনার পিতার নাম), আমার নামে ইস্যু করা পাসপোর্টটি গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে, রোজ শুক্রবার, আনুমানিক দুপুর ২ ঘটিকায় (হারানোর তারিখ ও সময়) অমুক এলাকায় (হারানোর এলাকা) হারিয়ে ফেলি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পরেও পাসপোর্ট এর কোন হদিস পাইনি। পাসপোর্টটির তথ্য নিম্নরুপ:

  • নাম:
  • পাসপোর্ট নম্বর:
  • ইস্যুর স্থান:
  • ইস্যুর তারিখ:
  • মেয়াদ উত্তীর্ণের তারিখ:

এমতাবস্থায়, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, পাসপোর্টটি হারানোর বিষয়ে একটি সাধারণ ডায়েরী ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে আপনার মর্জি হয়।

(আপনার স্বাক্ষর)

(আপনার নাম)
পাসপোর্ট নং:
মোবাইল নম্বর:
ঠিকানা:

পাসপোর্ট হারানো জিডি ফরম্যাট PDF

পাসপোর্ট হারানোর জিডি করার বিষয়টি আরো সহজ করার জন্য জিডির আবেদন সম্পূর্ণ লেখা আছে এমন একটি পিডিএফ আপনাদের মাঝে শেয়ার করা হলো। আপনারা চাইলে এখন পাসপোর্ট হারানোর জিডি pdf ফাইলটি ডাউনলোড করে আপনার পাসপোর্ট অনুসারে কিছু তথ্য সংশোধন করে ব্যবহার করতে পারেন।

GD Application for if passport is lost (74.2kb)

আমাদের দেওয়া পাসপোর্ট হারানোর জিডি পিডিএফ ফাইলটি ডাউনলোড করার পর যেকোনো পিডিএফ এডিটর এর মাধ্যমে ওপেন করবেন। আপনার পাসপোর্ট অনুসারে তথ্যগুলো পরিবর্তন করে কাঙ্খিত থানায় জমা দিবেন।


পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

অনেক সময় খেয়ালিপনার জন্য কিংবা ভুলক্রমে পাসপোর্ট হারিয়ে যায়। মূল্যবান এই পাসপোর্ট দেশে কিংবা দেশের বাহিরে যেখানেই হারায়ে যাক অথবা খোয়া যাক না কেনো বেশ বিপাকে পড়তে হয়, ভোগান্তি পোহাতে হয়। পাসপোর্ট হারিয়ে গেলে পাসপোর্টধারী পাগলের মতো পাসপোর্ট পুনরুদ্ধারের চেষ্টা করতে থাকে। পাসপোর্ট পুনরুদ্ধারের ক্ষেত্রে দেশে ও দেশের বাহিরের প্রসেসে ভিন্নতা রয়েছে। এ পর্যায়ে আপনাদের পাসপোর্ট দেশে হারিয়ে গেলে করণীয় ও বিদেশে হারিয়ে গেলে করণীয় সম্পর্কে অবগত করবো।

পাসপোর্ট দেশে হারালে যা করবেন

থানায় জিডি করুন

আমরা বিভিন্ন কারণেই থানায় সাধারণ ডায়রি বা জিডি করে থাকি। কোনো কিছু হারিয়ে গেলেও একই কাজ করি আমরা। তবে জিডি যে কোনো থানায় করলে হবে না, পাসপোর্ট হারিয়ে গেলে যে এলাকায় পাসপোর্টটি হারিয়ে গেছে সেই এলাকার থানাতে জিডি করতে হবে। জিডি করার সময় অবশ্যই পাসপোর্ট নাম্বারটি দিতে হবে। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের নাম্বার জানা থাকা জরুরী। জিডি করার পর অন্তত নিশ্চিত হওয়া যাবে যে আপনার পাসপোর্ট কেউ ব্যবহার করতে পারবেনা। কারণ জিডি করার পরপরই পুলিশ ইমিগ্রেশন ডাটাবেজে আপনার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া পাসপোর্টের বিষয়ে সতর্কতা জারি করবে যেনো ওই পাসপোর্ট ব্যবহার করে কেউ দেশের বাহিরে যেতে না পারে

পাসপোর্ট রি-ইস্যুর আবেদন করুন

দুর্ভাগ্যবশত হারিয়ে যাওয়া পাসপোর্টটি উদ্ধার করা না গেলে পুনঃরায় পাসপোর্টের রি-ইস্যুর জন্য আবেদন করে পাসপোর্ট নিতে হবে। পাসপোর্টের আবেদন করতে আবারো নতুন করে সব তথ্যাদি দিতে হবে। এক্ষেত্রে প্রয়োজন সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাধারণ ডায়েরির মূল কপি, হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)। পাসপোর্ট আবেদনের সময় পুরো আবেদন ফি দিতে হবে। অর্থাৎ পাসপোর্ট প্রথমে করতে যেমন টাকা লেগেছিলো এখনো তেমনটাই লাগবে। তবে পাসপোর্ট হারিয়ে গেলে তা পুনরুদ্ধার করতে ওই পাসপোর্টের রঙীন, সাদাকালো ফটোকপি, ভিসা সংযুক্ত থাকলে তার ফটোকপি সাথে থাকলে পাসপোর্ট পুনঃরুদ্ধার করা সহজ হয় কিছুটা, অন্ত্যত ঝামেলা এড়ানো যায়।

বিদেশে পাসপোর্ট যা করবেন

দেশে পাসপোর্ট হারালে কিছুটা ভোগান্তি হলেও পুনরুদ্দার করা কিংবা নতুন করে পাসপোর্ট করা বিদেশের তুলানয় তুলনামূলক সহজ। কেননা দেশের সব কিছুই আপনার জানা, চেনা কিন্তু বিদেশে আপনার সবটাই অপরিচিত। তবুও বিদেশে পাসপোর্ট হারালেও তো সেটা পুনঃরুদ্ধার করতে হবে নয়তো বিদেশ থেকে ফেরাও যাবে না। তাই বিদেশে পাসপোর্ট হারালে যাবতীয় করণীয় বিষয়াদি জানবো এ পর্যায়ে।

দূতাবাসে বিবৃতি দান ও পাসপোর্ট পুনরুদ্ধারে করণীয়

বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমে তাকে ঐ দেশের বাংলাদেশ দূতাবাস খুঁজে বের করে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে পাসপোর্ট হারানোর বিষয়ে বিস্তারিত জানাতে হবে। এরপর যে এলাকায় বা যে সম্ভাব্য এলাকায় পাসপোর্ট হারিয়ে গেছে ওই এলাকায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। এই জিডি কপি দূতাবাসে জমা দেওয়ার পর তারা পাসপোর্টের বিকল্প হিসেবে ট্রাভেল পারমিট দেবেন, যা ব্যবহার করে ভ্রমণ করা যাবে। তবে ট্রাভেল পারমিটের জন্যও দূতাবাসে কিছু প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করতে হবে।

  • হারানো পাসপোর্টের ফটোকপি
  • হারানো পাসপোর্টের সংযুক্ত ভিসার ফটোকপি
  • থানার জিডি কপি
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • সি ফরম
  • মিনিস্টার কাউন্সিলর বরাবর চিঠি

পাসপোর্ট লস্ট সার্কুলার কপি সংগ্রহ করুন

দূতাবাসে যোগাযোগ করে পাসপোর্ট হারানোর বিষয়ে রিপোর্ট করার সময় অবশ্যই পাসপোর্ট লস্ট সার্কুলারের জন্য আবেদন করতে হবে। ভবিষ্যতে ভিসা আবেদন ও বিভিন্ন আইনি কার্যক্রমের জন্য পাসপোর্ট লস্ট সার্কুলার একটি অতি প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে কাজ করে। এতো ঝামেলা পোহানোর পর ট্রাভেল পারমিট পাওয়া যায়।

হারানো পাসপোর্টের ফটোকপি না থাকলে কিংবা নাম্বার জানা না থাকলে করণীয়

পাসপোর্ট হারিয়ে গেলে একে আমরা বিপদে পড়ে যাই তার উপর যদি হারিয়ে যাওয়া পাসপোর্টের কোনো কপি না থাকে সেক্ষেত্রে মহা বিপদ। কারণ নাম্বার জানা না থাকলে জিডি করাও সম্ভব না। জিডি করতে অন্তত পাসপোর্ট নাম্বার জরুরি।

হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি ও পাসপোর্ট নম্বর জানা না থাকলে সেক্ষেত্রে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টের তথ্য বের করে নিতে হবে। পাসপোর্টের তথ্য বের করতে প্রয়োজন হবে পাসপোর্ট হারিয়ে যাওয়া ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ যেটি ব্যবহার করে পাসপোর্ট করা হয়েছিলো । এরপর ব্যক্তিগত পরিচিতি নম্বর (এনআইডি/জন্ম নিবন্ধন নম্বর) দিয়ে পাসপোর্ট ডাটাবেইজ থেকে সার্চ করে পাসপোর্টের সকল তথ্য পাওয়া যাবে।

পাসপোর্ট সংরক্ষণে করণীয়

পাসপোর্ট কতোটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা অবগত আছি। যে কারণে পাসপোর্ট সংরক্ষণে আমাদের সচেতনতা প্রয়োজন। পাসপোর্ট সংরক্ষণে সর্বপ্রথম দরকার ব্যক্তি সচেতনতা। পাসপোর্ট এমন একটি ব্যাগে রাখতে হবে যা সব সময় সাথে থাকে। সেই সাথে পাসপোর্ট ভালোভাবে রাখতে হবে যেনো কোনো ভাজ না পড়ে কিংবা ছিড়ে না যায়। পাসপোর্ট কোনো ফেলনা না যে যেখানে সেখানে রাখা যাবে তাই সচেতনতার সাথে ব্যবহার করতে হবে। পাসপোর্টের রঙিন ও সাদা কালো কপি করে রাখা জরুরি যেনো সবখানে পাসপোর্ট বের না করে ওই কপি দিয়ে কাজ চালানো যায়।

বিদেশ গমনে পাসপোর্টের বিকল্প কিছু নেই। যে কারণে বিদেশগামীদের কাছে পাসপোর্ট অন্যতম এক দলিল। বিদেশ ভ্রমণ ছাড়াও পাসপোর্টের অনেক রকমের ব্যবহার রয়েছে তাই পাসপোর্টের গুরুত্ব অনস্বিকার্য। প্রত্যেকের উচিত সচেতনতার সাথে পাসপোর্ট ব্যবহার করা এবং সংরক্ষণ করা। তবে পাসপোর্ট হারিয়ে গেলে ভোগান্তি পোহাতে হয়। কিন্তু প্রক্রিয়া জানা থাকলে সহজেই পাসপোর্ট পুনরুদ্ধার করা যায়।

সচরাচর প্রশ্নোত্তর

পাসপোর্ট হারিয়ে গেলে কি করণীয়?

পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। এরপরে, আবার পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে। তখন, হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন করতে হবে।

পাসপোর্ট হারানোর কত দিনের মধ্যে থানায় জিডি করতে হয়?

পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি লিখে ফেলা উচিত। তবে ৭-৩০ দিনের মধ্যে থানায় হারানো পাসপোর্ট সম্পর্কে লিখিত আবেদন করে ফেলবেন।

হারানো পাসপোর্ট ফিরে পাওয়ার উপায় কি?

হারানো পাসপোর্ট ফিরে পাওয়ার বিষয়টি ভাগ্যের উপর নির্ভর করে। তবে আপনার দিক থেকে যা করা সম্ভব তা হচ্ছে পাসপোর্ট হারানোর পর, যে থানার আওতাধীন পাসপোর্ট হারিয়েছে সেখানে একটি জিডি করিয়ে রাখা। পুলিশ কর্মকর্তারা তাদের নিজের মত করে পাসপোর্ট পেতে চেষ্টা করবে এবং সেটি পেলে আপনাকে অবগত করা হবে।

পাসপোর্ট হারিয়ে গেলে নতুন পাসপোর্ট করা যাবে?

পাসপোর্ট হারালে নতুন পাসপোর্ট বানানো যায় এর জন্য পাসপোর্ট রি-ইস্যু আবেদন করতে হয়। পাসপোর্ট রি ইস্যু আবেদন করার জন্য হারানো পাসপোর্ট এর জিডি কপি, পাসপোর্ট এর প্রয়োজনীয় তথ্য এবং জাতীয় পরিচয় পত্র প্রয়োজন।

বিষয়বস্তু:
পাসপোর্ট হারিয়ে গেলে কত টাকা তুলতে খরচ লাগে, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট হারিয়ে গেলে, হারানো পাসপোর্ট চেক, হারানো পাসপোর্ট ফিরে পাওয়ার উপায়, বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়,  পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় ২০২২, পাসপোর্ট রি ইস্যু করার নিয়ম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index