পাসপোর্ট করতে কত টাকা লাগে [2025]

Passport Korte Koto Taka Lage: নিজে নিজে ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং ২০২৫ সালে ই-পাসপোর্ট ফি কত এই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এই লিখাটি সাজানো হয়েছে। ই-পাসপোর্টের সরকার নির্ধারিত ফি সম্পর্কে জ্ঞান থাকলে দালাল চক্রের প্রতারণা হতে নিজেকে রক্ষা করা সম্ভব।
বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। যে কোন বাংলাদেশী নাগরিক চাইলেই অনলাইনের মাধ্যমে নতুন ই-পাসপোর্ট আবেদন অথবা পুরাতন পাসপোর্ট রিনিউ করতে পারবে। নতুন ই-পাসপোর্ট আবেদন ফি এবং পাসপোর্ট রিনিউয়াল ফি একই।
Passport Korte Koto Taka Lage
পাসপোর্টের মেয়াদ, ডেলিভারির ধরন এবং পাসপোর্ট এর পৃষ্ঠের উপর নির্ভর করে ই-পাসপোর্ট ফি ভিন্ন ভিন্ন হয়। ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে করতে যে পরিমান ফি দিতে হবে সে তুলনায় ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে করতে অনেক কম টাকা খরচ হবে।
বর্তমানে, সাধারণ ডেলিভারিতে ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট বেশি নিচ্ছে। যা করতে আপনার ৫৭৫০ টাকা লাগবে।
নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে অতি জরুরী / Super Express Delivery সুবিধা নেওয়ার সুযোগ নাই।

সরকারি চাকরিজীবী যাদের NOC আছে অথবা যারা অবসরপ্রাপ্ত (PLR) আছেন, তাদের ক্ষেত্রে পাসপোর্ট ফিতে ভিন্নতা রয়েছে। তারা রেগুলার ডেলিভারি ফি প্রদান করে এক্সপ্রেস ডেলিভারি সুবিধা পাবেন। এক্সপ্রেস ডেলিভারি ফি দিয়ে সুপার-এক্সপ্রেস ডেলিভারিতে ই-পাসপোর্ট করতে পারবেন।
পাসপোর্ট করতে কত টাকা লাগে 2025
৫ বছর মেয়াদে ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট Regular ডেলিভারিতে করতে ৪০২৫ টাকা ও Express ডেলিভারিতে ৬৩২৫ টাকা এবং ১০ বছর মেয়াদে ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট Regular ডেলিভারিতে করতে ৫৭৫০ টাকা ও Express ডেলিভারিতে ৮০৫০ টাকা ফি প্রদান করতে হয়।
এরকমভাবে পাসপোর্ট এর মেয়াদ, পৃষ্ঠা সংখ্যা ও ডেলিভারির ধরন অনুসারে ই-পাসপোর্ট আবেদন করতে সর্বনিম্ন ৪০২৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৩৮০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
পৃষ্ঠা | মেয়াদ | নিয়মিত বিতরণ | জরুরী বিতরণ | অতীব জরুরী বিতরণ |
---|---|---|---|---|
৪৮ পৃষ্ঠা | ৫ বছর | ৪,০২৫ টাকা | ৬,৩২৫ টাকা | ৮,৬২৫ টাকা |
৪৮ পৃষ্ঠা | ১০ বছর | ৫,৭৫০ টাকা | ৮,০৫০ টাকা | ১০,৩৫০ টাকা |
৬৪ পৃষ্ঠা | ৫ বছর | ৬,৩২৫ টাকা | ৮,৬২৫ টাকা | ১২,০৭৫ টাকা |
৬৪ পৃষ্ঠা | ১০ বছর | ৮,০৫০ টাকা | ১০,৩৫০ টাকা | ১৩,৮০০ টাকা |
বর্তমানে, ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট সরবরাহ বন্ধ রয়েছে। আর ১৮ বছরের নিচের বয়সীদের জন্য ৫ বছরের পাসপোর্ট প্রযোজ্য হবে। তবে, বর্তমানে ২০ বছরের উপরের সকলকেই ১০ বছরের পাসপোর্ট দেওয়া হচ্ছে।
আরও জানুনই-পাসপোর্ট ফি কত টাকা 2025
অনলাইনে পাসপোর্ট করতে কত টাকা লাগে সরকারি ফিসের তালিকা একটি টেবিলের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। নিচের তালিকা থেকে ই পাসপোর্ট ফি কত এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। উল্লেখ্যঃ উপরোক্ত সকল পাসপোর্ট ফি এর সাথে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
পাসপোর্টের ধরণ | রেগুলার (টাকা) | এক্সপ্রেস (টাকা) | সুপার এক্সপ্রেস |
---|---|---|---|
৫ বছর ৪৮ পৃষ্ঠা | ৪০২৫ | ৬৩২৫ | ৮৬২৫ |
৫ বছর ৬৪ পৃষ্ঠা | ৬৩২৫ | ৮৬২৫ | ১২০৭৫ |
১০ বছর ৪৮ পৃষ্ঠা | ৫৭৫০ | ৮০৫০ | ১০৩৫০ |
১০ বছর ৬৪ পৃষ্ঠা | ৮০৫০ | ১০৩৫০ | ১৩৮০০ |
কোন ব্যাংকে পাসপোর্ট ফিস জমা দিবেন?
সোনালী ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংকের সকল শাখায় “এ-চালান” পদ্ধতিতে ই-পাসপোর্ট ফি প্রদান করা যাবে.। এছাড়া অনলাইনে Debit Card/Credit Card/bkash/Nagad/Rocket ইত্যাদির মাধ্যমে ই-পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে।
বিদেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করতে কত টাকা লাগে
বাংলাদেশের অবস্থান না করেও বাংলাদেশী নাগরিক হলে বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করা যায়। এজন্য আপনাকে ওই দেশে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করতে হবে। অন্যান্য দেশ থেকে বাংলাদেশ এম্বাসি মাধ্যমে ই-পাসপোর্ট করতে কত টাকা লাগে তা নিচে দেয়া হলো:
Pages | Validity | Fee (USD) | |
---|---|---|---|
48 Pages | 5 Years | Regular- $100 | Express- $150 |
48 Pages | 10 Years | Regular- $125 | Express- $175 |
64 Pages | 5 Years | Regular- $150 | Express- $200 |
64 Pages | 10 Years | Regular- $175 | Express- $225 |
তবে, আপনি যে দেশে আছেন সে দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে যদি ই-পাসপোর্টের সুবিধা না থাকে তাহলে MRP পাসপোর্ট করতে হবে। MRP পাসপোর্টের রেট জানতে এই পেইজে ভিজিট করুন: মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ফি (আন্তর্জাতিক)।
পাসপোর্ট ফি সম্পর্কিত কিছু প্রশ্ন-উত্তর
পাসপোর্ট করতে কত টাকা লাগে?
অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করতে পাসপোর্টের ধরণ ও ডেলিভারির সময়ের উপর নির্ভর করে ৪০২৫ টাকা থেকে ১৩৮০০ টাকা পর্যন্ত ফি প্রদান করতে হয়। পাসপোর্টের পৃষ্ঠার সংখ্যার উপর ও টাকার পরিমান নির্ভর করে।
ব্যংক ড্রাফ্ট করতে অতিরিক্ত ফি দিতে হয়?
পাসপোর্ট ফি অনলাইনে এবং অফলাইনে ব্যংকের মাধ্যমে প্রদান করা যায়। বিকাশ, রকেট, নগদে ফি পরিশোধের ক্ষেত্রে সামান্য পরিমান অতিরিক্ত সার্ভিস চার্জ লাগলেও ব্যংক ড্রাফ্টের জন্য কোন প্রকার অতিরিক্ত টাকা দিতে হয় না।
ঘরে বসে ই পাসপোর্ট ফি দেয়া যায়?
আপনি চাইলেই ঘরে বসে ই চালানের মাধ্যমে পাসপোর্টের ফি দিতে পারবেন। অনলাইন ই পাসপোর্ট ফি প্রদানে কার্ড পেমেন্ট, মোবাইল ব্যংকিং, e-wallet ব্যবহার কারা যায়। তবে এ ক্ষেত্রে প্রায় ১৫ টাকা চার্জ দিতে হয়।
কোন পদ্ধতি পাসপোর্টের টাকা জমা দেওয়া উত্তম?
আমার মতে, অফলাইন পদ্ধতিতে ব্যাংকে টাকা জমা দেওয়া উত্তম। ব্যাংকে না হলেও এ-চালানের মাধ্যমে টাকা দেওয়া উত্তম।