পাসপোর্ট করার সময় কোন পেশা সিলেক্ট করবেন?

পাসপোর্টের আবেদন করার সময় কোন পেশা সিলেক্ট করবেন? আপনি আবেদনের সময় মোট ৬৪টি পেশার লিস্ট দেখতে পারবেন। এখান থেকে আপনার জন্য প্রযোজ্য পেশাটি সিলেক্ট করবেন। এবং এই পেশার জন্য প্রযোজ্য কাগজপত্র আবেদনের সাথে জমা দিবেন। যেমন: আপনি যদি প্রফেশন হিসেবে স্টুডেন্ট সিলেক্ট করেন, তাহলে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ডের কপি দেখাতে হবে।
পেশার তালিকা
- ACCOUNTANT
- ARCHITECT
- ARTIST
- AUTONOMOUS
- BACHELOR
- BANKER
- BARBER
- BARRISTER AT LAW
- BLACKSMITH
- BOATMAN
- BUSINESS
- CHIEF JUSTICE
- CLEANER
- CONTRACTOR
- COOK
- DEPENDENT OF NON-DIPLOMATIC OFFICIAL / STAFF IN FOREIGN MISSION
- DEPENDENT ON DIPLOMAT
- DOCTOR
- DRIVER
- ENGINEER
- FARMER
- FISHERMAN
- GOVERNMENT SERVICE
- GUARD
- HOUSE WIFE
- JOURNALIST
- JUDGE
- JUSTICE
- LABOR
- LAWYER
- MECHANIC
- MEMBER OF LOCAL GOVERNMENT
- MEMBER OF PARLIAMENT
- MERCHANT MARINE OFFICER
- MINISTER
- MOVIE DIRECTOR
- NURSE
- OTHERS
- PAINTER
- PERMANENT OFFICER/ STAFF OF AUTONOMOUS ORGANIZATION
- PERMANENT OFFICER/ STAFF OF NATIONALISED ORGANISATION
- PHARMACIST
- PILOT
- POLITICIAN
- PORTER
- POTTER
- PRESIDENT
- PRIME MINISTER
- PRIVATE SERVICE
- PROJECT EMPLOYEE
- RETIRED (GOVERNMENT SERVICE)
- RETIRED (PRIVATE SERVICE)
- RETIRED TECHNOCRAT
- SALESMAN
- SATUARY BODY
- SEMI GOVERNMENT SERVICE
- SPEAKER
- STUDENT
- SWEEPER
- TAILOR
- TEACHER
- UNEMPLOYED
- UNKNOWN
- WASHERMAN
পাসপোর্টের পেশা সমাচার
মাঝে মাঝেই গ্রুপে দেখি অনেকে পোস্ট করে যে পেশা চেঞ্জ করার জন্য পাসপোর্ট রি-ইস্যু করব। বার বার একই প্রশ্ন অনেকে করে বা অনেকেরই এই বিষয়ে কনফউশান আছে তাই ভাবলাম এই পোস্ট লিখি।
পাসপোর্টে কি পেশা লিখা থাকে? উত্তর হল, না, থাকে না। এখন পাসপোর্টের ৩ টা জায়গা মানে, লেখা বা টেক্সট অংশে থাকে না, আবার মেশিন রিডেবল অংশেও থাকে না। এছাড়া NFC চিপেও থাকে না।
পাসপোর্ট ডাটাবেইজে থাকে/থাকতে পারে। তবে এই ডাটা ইমিগ্রেশন ব্যবহার করে কিনা আমার জানা নেই। ইমিগ্রেশন জিজ্ঞেস করে আপনি কি করেন বা সেই অনুযায়ী প্রমান দিতে হয়। একবার ঢাকা এয়ার্পোর্টে আমার পেশা কি সেটা বলতে হয়েছে ও প্রমান করতে হয়েছে। তাদের কাছে তথ্য থাকলে বা সে তথ্যই ফাইনাল হলে আর জিজ্ঞেসই করত না।
তবে আসল কথা হল, এটা একটা অগুরত্বপুর্ন ও পরিবর্তনশীল তথ্য। কারণ ধরুন একটা পাসপোর্ট ৫-১০ বছর ভ্যালিড থাকে। এর মাঝে পেশা পরিবর্তন খুবই স্বাভাবিক।
অনেকে বলে পেশা Unemployed ভিসা দেয় না। হ্যা কথা সত্য তবে পাসপোর্ট এর পেশা কোন এম্বাসির জানার কোন সিস্টেম নাই। ভিসা আবেদন এ আপনি যে পেশা দিবেন ও পেশার প্রমাণ দিবেন সেটাই আসল। সব ভিসা আবেদনেই পেশার বিস্তারিত দিতে হয়। আর বেকার দিলে কেন কোন দেশের এম্বাসি ভিসা দিবে বলেন? পাসপোর্ট করার সময় পেশা তেমন ভেরিফাই করে না। কিন্তু ভিসা আবেদন অনেক গুরত্বপুর্ন। ধরেন থাইল্যান্ডে ভিসা আবেদন করলে আপনি কোথায় জব করেন ফোন দিয়েও ভেরিফাই করবে।
শেষ কথা হল, নতুন পাসপোর্ট করতে আপনি যে পেশা প্রমাণ করে বর্তমানে নতুন পাসপোর্ট করতে পারবেন সেটা দিয়ে পাসপোর্ট করে নিন। ভবিষ্যৎ এর চিন্তা করার দরকার নাই কোন। আর শুধু পেশা পরিবর্তন করার জন্য পাসপোর্ট রিনিউ/রি-ইস্যু করার দরকার নাই। শুধু শুধু আপনার সময় ও অর্থ লস হবে।
ধন্যবাদ!
Source: Saiful Islam Sohel, E-Passport Bangladesh (ই-পাসপোর্ট বাংলাদেশ) Volunteer Group.
বার বার একই প্রশ্ন অনেকে করে বা অনেকেরই এই বিষয়ে কনফউশান আছে তাই ভাবলাম এই পোস্ট লিখি। পাসপোর্টে কি পেশা লিখা থাকে? উত্তর হল, না, থাকে না। এখন পাসপোর্টের ৩ টা জায়গা মানে, লেখা বা টেক্সট অংশে থাকে না, আবার মেশিন রিডেবল অংশেও থাকে না।