Passport

পাসপোর্ট করার সময় কোন পেশা সিলেক্ট করবেন?

পাসপোর্টের আবেদন করার সময় কোন পেশা সিলেক্ট করবেন? আপনি আবেদনের সময় মোট ৬৪টি পেশার লিস্ট দেখতে পারবেন। এখান থেকে আপনার জন্য প্রযোজ্য পেশাটি সিলেক্ট করবেন। এবং এই পেশার জন্য প্রযোজ্য কাগজপত্র আবেদনের সাথে জমা দিবেন। যেমন: আপনি যদি প্রফেশন হিসেবে স্টুডেন্ট সিলেক্ট করেন, তাহলে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ডের কপি দেখাতে হবে।

পেশার তালিকা

  1. ACCOUNTANT
  2. ARCHITECT
  3. ARTIST
  4. AUTONOMOUS
  5. BACHELOR
  6. BANKER
  7. BARBER
  8. BARRISTER AT LAW
  9. BLACKSMITH
  10. BOATMAN
  11. BUSINESS
  12. CHIEF JUSTICE
  13. CLEANER
  14. CONTRACTOR
  15. COOK
  16. DEPENDENT OF NON-DIPLOMATIC OFFICIAL / STAFF IN FOREIGN MISSION
  17. DEPENDENT ON DIPLOMAT
  18. DOCTOR
  19. DRIVER
  20. ENGINEER
  21. FARMER
  22. FISHERMAN
  23. GOVERNMENT SERVICE
  24. GUARD
  25. HOUSE WIFE
  26. JOURNALIST
  27. JUDGE
  28. JUSTICE
  29. LABOR
  30. LAWYER
  31. MECHANIC
  32. MEMBER OF LOCAL GOVERNMENT
  33. MEMBER OF PARLIAMENT
  34. MERCHANT MARINE OFFICER
  35. MINISTER
  36. MOVIE DIRECTOR
  37. NURSE
  38. OTHERS
  39. PAINTER
  40. PERMANENT OFFICER/ STAFF OF AUTONOMOUS ORGANIZATION
  41. PERMANENT OFFICER/ STAFF OF NATIONALISED ORGANISATION
  42. PHARMACIST
  43. PILOT
  44. POLITICIAN
  45. PORTER
  46. POTTER
  47. PRESIDENT
  48. PRIME MINISTER
  49. PRIVATE SERVICE
  50. PROJECT EMPLOYEE
  51. RETIRED (GOVERNMENT SERVICE)
  52. RETIRED (PRIVATE SERVICE)
  53. RETIRED TECHNOCRAT
  54. SALESMAN
  55. SATUARY BODY
  56. SEMI GOVERNMENT SERVICE
  57. SPEAKER
  58. STUDENT
  59. SWEEPER
  60. TAILOR
  61. TEACHER
  62. UNEMPLOYED
  63. UNKNOWN
  64. WASHERMAN

পাসপোর্টের পেশা সমাচার

মাঝে মাঝেই গ্রুপে দেখি অনেকে পোস্ট করে যে পেশা চেঞ্জ করার জন্য পাসপোর্ট রি-ইস্যু করব। বার বার একই প্রশ্ন অনেকে করে বা অনেকেরই এই বিষয়ে কনফউশান আছে তাই ভাবলাম এই পোস্ট লিখি।

পাসপোর্টে কি পেশা লিখা থাকে? উত্তর হল, না, থাকে না। এখন পাসপোর্টের ৩ টা জায়গা মানে, লেখা বা টেক্সট অংশে থাকে না, আবার মেশিন রিডেবল অংশেও থাকে না। এছাড়া NFC চিপেও থাকে না।

পাসপোর্ট ডাটাবেইজে থাকে/থাকতে পারে। তবে এই ডাটা ইমিগ্রেশন ব্যবহার করে কিনা আমার জানা নেই। ইমিগ্রেশন জিজ্ঞেস করে আপনি কি করেন বা সেই অনুযায়ী প্রমান দিতে হয়। একবার ঢাকা এয়ার্পোর্টে আমার পেশা কি সেটা বলতে হয়েছে ও প্রমান করতে হয়েছে। তাদের কাছে তথ্য থাকলে বা সে তথ্যই ফাইনাল হলে আর জিজ্ঞেসই করত না।

তবে আসল কথা হল, এটা একটা অগুরত্বপুর্ন ও পরিবর্তনশীল তথ্য। কারণ ধরুন একটা পাসপোর্ট ৫-১০ বছর ভ্যালিড থাকে। এর মাঝে পেশা পরিবর্তন খুবই স্বাভাবিক।

অনেকে বলে পেশা Unemployed ভিসা দেয় না। হ্যা কথা সত্য তবে পাসপোর্ট এর পেশা কোন এম্বাসির জানার কোন সিস্টেম নাই। ভিসা আবেদন এ আপনি যে পেশা দিবেন ও পেশার প্রমাণ দিবেন সেটাই আসল। সব ভিসা আবেদনেই পেশার বিস্তারিত দিতে হয়। আর বেকার দিলে কেন কোন দেশের এম্বাসি ভিসা দিবে বলেন? পাসপোর্ট করার সময় পেশা তেমন ভেরিফাই করে না। কিন্তু ভিসা আবেদন অনেক গুরত্বপুর্ন। ধরেন থাইল্যান্ডে ভিসা আবেদন করলে আপনি কোথায় জব করেন ফোন দিয়েও ভেরিফাই করবে।

শেষ কথা হল, নতুন পাসপোর্ট করতে আপনি যে পেশা প্রমাণ করে বর্তমানে নতুন পাসপোর্ট করতে পারবেন সেটা দিয়ে পাসপোর্ট করে নিন। ভবিষ্যৎ এর চিন্তা করার দরকার নাই কোন। আর শুধু পেশা পরিবর্তন করার জন্য পাসপোর্ট রিনিউ/রি-ইস্যু করার দরকার নাই। শুধু শুধু আপনার সময় ও অর্থ লস হবে।

ধন্যবাদ!

Source: Saiful Islam Sohel, E-Passport Bangladesh (ই-পাসপোর্ট বাংলাদেশ) Volunteer Group.


পাসপোর্ট কি পেশা উল্লেখ থাকে?

বার বার একই প্রশ্ন অনেকে করে বা অনেকেরই এই বিষয়ে কনফউশান আছে তাই ভাবলাম এই পোস্ট লিখি। পাসপোর্টে কি পেশা লিখা থাকে? উত্তর হল, না, থাকে না। এখন পাসপোর্টের ৩ টা জায়গা মানে, লেখা বা টেক্সট অংশে থাকে না, আবার মেশিন রিডেবল অংশেও থাকে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index