Passport

পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

আপনার কি পাসপোর্ট হারিয়ে গেছে কিংবা চুরি হয়েছে? পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় বিষয়গুলো নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে।

আপনার কি পাসপোর্ট হারিয়ে গেছে? এখন কিভাবে পাসপোর্ট হাতে পাবেন, সে বিষয়ে কি আপনি চিন্তিত? চলুন এই পোস্টটি দেখে নিন। পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় বিষয়গুলো নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে।

পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

আপনি দেশে-বিদেশে যেখানেই আপনার মূল্যবান পাসপোর্ট হারিয়ে ফেলেন না কেনো! পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। এরপরে, আবার পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে। তখন, হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন করতে হবে।

অনেক সময় খেয়ালিপনার জন্য কিংবা ভুলক্রমে পাসপোর্ট হারিয়ে যায়। মূল্যবান এই পাসপোর্ট দেশে কিংবা দেশের বাহিরে যেখানেই হারায়ে যাক অথবা খোয়া যাক না কেনো বেশ বিপাকে পড়তে হয়, ভোগান্তি পোহাতে হয়। পাসপোর্ট হারিয়ে গেলে পাসপোর্টধারী পাগলের মতো পাসপোর্ট পুনরুদ্ধারের চেষ্টা করতে থাকে। পাসপোর্ট পুনরুদ্ধারের ক্ষেত্রে দেশে ও দেশের বাহিরের প্রসেসে ভিন্নতা রয়েছে। এ পর্যায়ে আপনাদের পাসপোর্ট দেশে হারিয়ে গেলে করণীয় ও বিদেশে হারিয়ে গেলে করণীয় সম্পর্কে অবগত করবো।

দেশে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

১. জিডি করুন: দেশে পাসপোর্ট হারিয়ে বা চুরি হলে গেলে প্রথমেই স্থানীয় থানায় অভিযোগ জানাতে হবে।

২. পাসপোর্ট রি-ইস্যু: পাসপোর্ট পোর্টালে পুনরায় রি-ইস্যু আবেদন করতে হবে। এবং ID Documents এর জায়গায় প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। (Select re-issue reason হিসেবে Lost/Stolen বাছাই করবেন।)

৩. পাসপোর্ট অফিসে গমন: জিডির কপি ও পাসপোর্ট করার সকল কাগজ নিয়ে, আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে এবং অ্যাপয়ন্টমেন্ট নিতে হবে।

৪. পাসপোর্ট লস্ট সার্কুলার সার্টিফিকেট: পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট লস্ট সার্কুলার সার্টিফিকেট সংগ্রহ করুন।

বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

১. জিডি করুন: বিদেশে পাসপোর্ট হারিয়ে বা চুরি হলে গেলে প্রথমেই নিকটস্থ থানায় অভিযোগ জানাতে হবে।

২. দূতাবাসে যোগাযোগ করুন: জিডি করার পর দূতাবাসে পাসপোর্ট হারিয়ে যাওয়া বা চুরির বিষয়ে জানাতে হবে। জিডির কপি ও পাসপোর্টের তথ্য দূতাবাস জমা দিবেন। তারা আপনাকে পাসপোর্ট রি-ইস্যু করার আবেদন করে তা জমা রেখে দিবে। (এবার আপনি পাসপোর্ট ছাড়াই দেশে আসতে চাইলে, দূতাবাস সে অনুযায়ী ব্যবস্থা করে দিতে পারবে।)

৩. ট্রাভেল পাস নিন: আর আপনি যদি ঐ দেশে অবস্থান করতে চান। তাহলে দূতাবাস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। এটা সংগ্রহ করলে, আপনাকে রাস্তায় পুলিশ ধরলে, আপনি জিডির কপি ও ট্রাভেল পাস দেখালে তারা আর সমস্যা করবে না।

৪. পাসপোর্ট লস্ট সার্কুলার সার্টিফিকেট: দূতাবাস থেকে পাসপোর্ট লস্ট সার্কুলার সার্টিফিকেট সংগ্রহ করুন।

পাসপোর্ট অফিসে কিংবা দূতাবাসে আপনার অভিযোগের কপি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের পরই তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হবে। সেখানে আবেদন গৃহীত হলে, পাসপোর্ট রি-ইস্যু করা হবে।


পাসপোর্ট হারালে জিডি করতে হবে

পাসপোর্ট হারিয়ে গেলে করতে হবে। জিডি করার জন্য প্রথমে নিকটস্থ থানায় একটি লিখিত আবেদন করতে হবে। পাসপোর্ট হারানোর জিডিতে অবশ্যই পাসপোর্ট ধারীর নাম, পাসপোর্ট নাম্বার, ইস্যুর তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ ইস্যুর স্থান উল্লেখ করতে হবে।

পাসপোর্ট হারালে জিডি করার নিয়ম

পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমেই যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত সেটি হচ্ছে যেই থানার আওতাধীন আপনার পাসপোর্টটি হারিয়েছে সেই থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি আবেদন করা। পাসপোর্ট হারিয়ে যাওয়া সম্পর্কে একটি সাধারণ ডায়েরি বা জিডি লিখিয়ে দুটি কপি করে নিতে হবে

জিডির উভয় কপিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিডি নাম্বার, পুলিশ কর্মকর্তার নাম, স্বাক্ষর ও পদবী উল্লেখ সহকারে থানার সিল সংযোজন করে দিবে। দুটি জিডি কপির মধ্য থেকে একটি কপি থানায় জমা রাখবে এবং অন্যটি আপনি নিজের কাছে রেখে দিবেন। পরবর্তীতে পাসপোর্ট রি-ইস্যু সহ বিভিন্ন কাজে এই জিডির কপি প্রয়োজন হতে পারে।

পাসপোর্ট হারানো জিডি লিখার নিয়ম

আমরা সাধারণত কোন দরখাস্ত যে নিয়মে  লিখি, থানায় সাধারণ ডায়েরি লিখার নিয়ম ঠিক সেরকমই। আবেদনটির প্রথমেই তারিখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ স্টেশনের নাম। বিষয়ের স্থলে পাসপোর্ট হারানোর বিষয়ে সাধারণ ডায়েরী করার আবেদন এরকম ভাবে লিখতে হবে।

পাসপোর্ট হারানো সম্পর্কিত জিডি লিখার নিয়ম
পাসপোর্ট হারানো সম্পর্কিত জিডি লিখার নিয়ম

বিষয়টি আরো সহজ করার জন্য পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিডি লেখার আবেদনপত্রটির একটি নমুনা দেওয়া হল, আপনার পাসপোর্ট অনুসারে কিছু তথ্য সংযোজন এবং পরিবর্তন করার মাধ্যমে খুব সহজে একটি সাধারণ ডায়েরি আবেদন করতে পারবেন।


পাসপোর্ট হারানোর জিডির নমুনা

পাসপোর্ট হারিয়ে গেলে থানায় GD আবেদনটি যেরূপ হবে তার একটি নমুনা নিচে দেওয়া হল।

তারিখঃ
ভারপ্রাপ্ত কর্মকর্তা
পুলিশ স্টেশনের নাম
উপজেলা, জেলা

বিষয়: পাসপোর্ট হারানোর বিষয়ে সাধারণ ডায়েরী করার আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি (আপনার নাম), পিতার নাম:  (আপনার পিতার নাম), আমার নামে ইস্যু করা পাসপোর্টটি গত ০৪/০৪/২০২৪ তারিখে, রোজ শুক্রবার, আনুমানিক দুপুর ২ ঘটিকায় (হারানোর তারিখ ও সময়) অমুক এলাকায় (হারানোর এলাকা) হারিয়ে ফেলি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পরেও পাসপোর্ট এর কোন হদিস পাইনি। পাসপোর্টটির তথ্য নিম্নরুপ:

  • নাম:
  • পাসপোর্ট নম্বর:
  • ইস্যুর স্থান:
  • ইস্যুর তারিখ:
  • মেয়াদ উত্তীর্ণের তারিখ:

এমতাবস্থায়, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, পাসপোর্টটি হারানোর বিষয়ে একটি সাধারণ ডায়েরী ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে আপনার মর্জি হয়।

(আপনার স্বাক্ষর)

আপনার নাম:
পাসপোর্ট নং:
মোবাইল নম্বর:
ঠিকানা:


সচরাচর প্রশ্নোত্তর

পাসপোর্ট হারিয়ে গেলে কি করণীয়?

পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। এরপরে, আবার পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে। তখন, হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন করতে হবে।

পাসপোর্ট হারানোর কত দিনের মধ্যে থানায় জিডি করতে হয়?

পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি লিখে ফেলা উচিত। তবে ৭-৩০ দিনের মধ্যে থানায় হারানো পাসপোর্ট সম্পর্কে লিখিত আবেদন করে ফেলবেন।

হারানো পাসপোর্ট ফিরে পাওয়ার উপায় কি?

হারানো পাসপোর্ট ফিরে পাওয়ার বিষয়টি ভাগ্যের উপর নির্ভর করে। তবে আপনার দিক থেকে যা করা সম্ভব তা হচ্ছে পাসপোর্ট হারানোর পর, যে থানার আওতাধীন পাসপোর্ট হারিয়েছে সেখানে একটি জিডি করিয়ে রাখা। পুলিশ কর্মকর্তারা তাদের নিজের মত করে পাসপোর্ট পেতে চেষ্টা করবে এবং সেটি পেলে আপনাকে অবগত করা হবে।

পাসপোর্ট হারিয়ে গেলে নতুন পাসপোর্ট করা যাবে?

পাসপোর্ট হারালে নতুন পাসপোর্ট বানানো যায় এর জন্য পাসপোর্ট রি-ইস্যু আবেদন করতে হয়। পাসপোর্ট রি ইস্যু আবেদন করার জন্য হারানো পাসপোর্ট এর জিডি কপি, পাসপোর্ট এর প্রয়োজনীয় তথ্য এবং জাতীয় পরিচয় পত্র প্রয়োজন।

Related Articles

Back to top button
Index